কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তায় র্যাব
হিসনা বাণী প্রতিবেদক।।২০ অক্টোবর, ২৩ ইং।।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ জানান, সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তার লক্ষ্যে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর আওতাধীন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসব পূজা মন্ডপের নিরাপত্তা দিয়ে আসছে র্যাব।
শুক্রবার ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব। অত্র ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে কুষ্টিয়া জেলায় পূজা মন্ডপের সংখ্যা ২৫৮টি এবং চুয়াডাঙ্গা জেলায় পূজা মন্ডপের সংখ্যা ১১৯টি রয়েছে। প্রতি বছরের ন্যায় কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পূজা মন্ডপ গুলোতে যেকোন অনাকাঙ্খিত ঘটনা/পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল সহ নাশকাতা এড়াতে বিভিন্ন ঈযড়শব চড়রহঃ গুলোতে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়েছে। পাশা পাশি পূজা মন্ডপ গুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে পুরো সময় ধরে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা পাশি পূজা মন্ডপ গুলো নিরাপত্তায় নিয়োজিত আছে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া।