কুষ্টিয়ায় বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
হিসনা বাণী প্রতিবেদক।।২১ অক্টোবর, ২৩ ইং।। যজ্ঞ অঞ্জলি আর ফুল নৈবদ্যে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। কুষ্টিয়ার আড়ুয়াপাড়া নব যুব সংঘ মন্দিরে ২০ অক্টোবর শারদীয় দূর্গাপূজা শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার)। দূর্গাপূজা শুভ উদ্বোধন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়সহ শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে পরিচালনা হবে সেই আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়ার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), আবু রাসেল ,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, টিআই, সদর ট্রাফিক, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও পূজা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।