র্যাবের অভিযানে কুমারখালীতে স্বপন হত্যা মামলার প্রধান আসামি আসাদ গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।২১অক্টোবর,২৩ ইং।। কুষ্টিয়ার কুমারখালীতে স্বপন হত্যা মামলার প্রধান আসামি আসাদ (৩৬) র্যাবের হাতে গ্রেফতার।
কুষ্টিয়া, র্যাব-১২ মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২০ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটের সময় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-১, সিপিসি-১ উত্তরা ক্যাম্পের যৌথ একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘ডিএমপি ঢাকার ভাটারা থানা এলাকায়’’ অভিযান চালিয়ে ৭২ ঘন্টার মধ্যে এজাহার নামীয় প্রধান আসামী আসাদুল ইসলাম @ আসাদ (৩৬)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসাদ কুমারখালী থানার তেবাড়ীয়া গ্রামের মৃত মজিবর রহমান চয়েনের পুত্র।
গত ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলার কুমারখালী থানার তেবাড়ীয়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রীর সাথে ভিকটিম স্বপন বিশ্বাস (২৬) এর সাথে প্রেমের সম্পর্ক থাকায় তাকে বাড়িতে ডেকে নিয়ে এবং পারিবারিক পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে কুমারখালী থানায় ৫ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত প্রধান আসামি আসাদকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানায় হস্তান্তর করেছে র্যাব।