ভেড়ামারায় জাসদ সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন
হিসনা বাণী প্রতিবেদক।।২২অক্টোবর, ২৩ ইং।। যথাযোগ্য মর্যদা ও জাঁকজমক ভাবে আগামী ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র ৫১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ভেড়ামারা উপজেলা জাসদ সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে চলেছে। জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন’র নেতৃত্বে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাসদ, সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বর্ধিত সভা চলমান আছে। ইতোমধ্যে গত কয়েকমাস ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাসদ ও সহযোগি জাতীয় যুবজোট ও ছাত্রলীগের নতুন কমিটি গঠন নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ ও তৎপরবর্তী উপজেলা নির্বাচনে দলকে সুসংগঠিত এবং রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ রাখতে জাসদের এই রাজনৈতিক তৎপরতা বলে বিশ্লেষকদের অভিমত।