সুন্দরবন ও বেনাপোল ট্রেনের রুট পরিবর্তন না করার দাবি জানিয়েছেন ভেড়ামারাবাসী
হিসনা বাণী প্রতিবেদক।।২৫ অক্টোবর,২৩ইং।।
আগামী ২ নভেম্বর থেকে সুন্দরবন ও বেনাপোল ট্রেনটির রুট পরিবর্তন করে নবনির্মিত পদ্মা সেতু দিয়ে চলাচল করবে বলে নোটিশ জারি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস খুলনা-ঢাকা-খুলনা রুটে আপ ডাউনে রাত্রে-দিনে চলাচলকারী একটি জনপ্রিয় ট্রেন। ভেড়ামারা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, জয়দেবপুর, বিমানবন্দর রুটের এই ট্রেনটি যাত্রী চাহিদার শীর্ষে। ৫ জেলার হাজার হাজার যাত্রী খুবই স্বল্প খরচে যাতায়াত করতে পারে।
দুঃখজনক হলেও সত্য, আগামী ২ নভেম্বর থেকে এই ট্রেনটির জনপ্রিয় রুট পরিবর্তন করে নবনির্মিত পদ্মা সেতু দিয়ে চলাচল করবে বলে নোটিশ জারি হয়েছে, যা খুবই দুঃখজনক।
যাত্রীসেবা বাড়াতে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে
সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করার জোর দাবি জানিয়েছেন ভেড়ামারাবাসী।