মিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
আব্দুল মজিদ জোয়ার্দ্দার।।২৬অক্টোবর,২৩ইং।। কুষ্টিয়ার মিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে (অর্থ বছর ২০২৩-২০২৪) সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়ে অতিথিবৃন্দ ৮ হাজার ১শ’ ৮০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এর মধ্যে ৫ হাজার ৫০ জনকে সরিষা, ১ হাজার ২ শ’ জনকে গম, ৯শ’ ৮০ জনকে ভুট্টা, ২ শ’ ৬০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চিনা বাদাম, ৬০ জনকে পেঁয়াজ, ২শ’ ৩০ জনকে মসুর, ৩০ জনকে খেসারি ও ৩শ’ ৬০ জনকে মুগ ডালের বীজ ও সার প্রদান করা হয়।