আবার প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল: হানিফ
ঢাকা অফিস।। ২৮অক্টোবর,২৩ ইং।। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি পল্টনে জনসভার নামে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাতে আবার প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল।বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত একাত্তরের রাজাকারের প্রেতাত্মা, এরা শান্তি চায় না। এরা দেশের উন্নয়ন-অগ্রগতি চায় না। আজকে আবার প্রমাণ হয়েছে বিএনপি সন্ত্রাসী দল।দেশকে আবারো অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে সন্ত্রাসীদের তাণ্ডবে একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। প্রধান বিচারপতির বাড়িতে, সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। এই সব নাশকতাকারীদের আর কোনোভাবে ছাড় দেয়া যাবে না। মাহবুব উল আলম হানিফ এমপি আরও বলেন,
আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, এই দেশে যারা শান্তি নষ্ট করে অশান্তি করতে চায়, নাশকতা করতে চায় তাদেরকে রাজপথে কঠোরভাবে দমন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মাহবুব উল আলম হানিফ এমপি
২৮ অক্টোবর, শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল ও সুজিত রায় নন্দী প্রমুখ।