আগুন সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবেঃ জাসদ
ঢাকা অফিস।।২৮অক্টোবর,২৩।। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, তাদের আসল উদ্দেশ্য আগুন সন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা। জাসদ নেতৃদ্বয় বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদাররা ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই স্বাভাবিক সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক পথ পরিত্যাগ করেছে। দেশে-বিদেশের সবার পরামর্শের পরও তারা স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসেনি। জাসদ নেতৃদ্বয় বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদাররা আগুন সন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের সকল প্রস্তুতি নিয়েই আজ ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে যোগদানকারী নেতা-কর্মীদের সমাবেশের আগের দিন রাতে স্পর্ষকাতর কূটনীতিক এলাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সংলগ্ন মাঠে নেতা-কর্মীদের অবস্থান নেয়ার নির্দেশ দেয়ার মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্র-চক্রান্ত প্রকাশিত হয়েছিল। জাসদ নেতৃদ্বয় শান্তিপূর্ণ সমাবেশের নামে দায়িত্বপালনরত পুলিশের উপর হামলা, একজন পুলিশ সদস্যকে হত্যা এবং অসংখ্য পুলিশ সদস্যদের আঘাত করে আহত করা, করোনাকালে করোনা রুগিদের চিকিৎসায় প্লাজমা সরবরাহসহ করোনা রুগিদের প্রাণ বাঁচাতে অনন্য সেবা প্রদানকারী পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০১৫ সালের মতই আগুন সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করেই গণতান্ত্রিক সাংবিধানিক ধারায় দেশকে শান্তি ও উন্নয়নের ধারায় পরিচালিত করা হবে।