বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ
হিসনা বাণী প্রতিবেদক।।২৯ অক্টোবর, ২৩ ইং৷
ঢাকায় মহাবেশের নামে
বিএনপি-জামায়াত কর্তৃক হামলায় পুলিশ সদস্য নিহত, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রবিবার বিকেলে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামী যুগ্ম সম্পাদক ও পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন জামিল সিদ্দিক রাসেল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, ধরমপুর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিঞা,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোলাইমান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।