ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণ
হিসনা বাণী প্রতিবেদক।।২৯ অক্টোবর, ২৩ ইং।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণ করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি -২০২৩-২৪ মৌসুমে সরিষা, ভুট্টা, গম, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী,
কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অফিসার তনুশ্রী দেবনাথ প্রমুখ। উল্লেখ্য ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৫২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, গম, মসুর, খেসারী, পেঁয়াজ সহ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।