বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে ভেড়ামারায় মানববন্ধন
হিসনা বাণী প্রতিবেদক।। ১ নভেম্বর,২৩ ইং।। বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে এবং অনতিবিলম্বে রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বুধবার বিকেলে ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভেড়ামারার “নাগরিক সমাজ”র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বক্তব্য রাখেন।
নাগরিক কমিটির সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির সভাপতি সোলাইমান চিশতি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম ভাই,জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, মইনুল হক ডাবলু,ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সনি প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পরিবর্তিত রুট বাতিল করে ভেড়ামারা- দৌলতপুর ও মিরপুর উপজেলার বিপুলসংখ্যক ট্রেনযাত্রীদের দূর্ভোগ নিরসনের আহ্বান জানান, অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন।
মোবাইল ফোনের মাধ্যামে মানববন্ধন একাত্ব ঘোষনা করেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।