ভেড়ামারায় আওয়ামীলীগের উদ্দ্যোগে জেল হত্যা দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।৩ নভেম্বর,২৩।। আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে সকাল ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে চার জাতীয় নেতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত,বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান হোসেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ ফয়জুল আজিজ।