ফিলিস্তিনির নাগরিকদের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দৌলতপুর প্রতিনিধি।।৩ নভেম্বর, ২৩ ইং।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় ফিলিস্তিনি নারী শিশু সাধারণ মানুষ ও মসজিদ আল আকসার উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ফিলিস্তিনিদের উপর ইজরাইলি হামলার প্রতিবাদে আজ শুক্রবার বাদ আছর আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকার হাজার হাজার মুসলিম জনতা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ইজরাইলি বাহিনী নিরীহ শিশু নারী সাধারণ মানুষের উপর যে বর্বর নির্যাতন করছে তা বন্ধ করতে হবে এবং তার বিচার হওয়া প্রয়োজন।
জাতিসংঘের কাছে দাবি, যে সাধারণ মানুষ ধর্মীয় উপাসনালয় মসজিদ আল আকসা, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনার উপর বর্বর নির্যাতন রকেট ল্যান্সার বোমা বিস্ফোরণ হামলা যে বর্বর বর্বরতা ইসরাইল শুরু করেছে এদের বিচারের আওতায় এনে জাতীসংঘকে বিচার করতে হবে। প্রত্যেক মুসলিম দেশ তাদের পণ্য বর্জন করতে হবে।
তাদের দেশের সঙ্গে কোন মুসলিম দেশের সম্পর্ক থাকবে না, নির্বিচারে শিশু ও নারী সাধারণ মানুষকে হত্যার বিচার চাই, ফিলিস্তিনে স্বাধীনতাকে কামি সংগঠন হামাস জঙ্গি সংগঠন নয়, তারা বৈধ স্বাধীনতা কামী সংগঠন বৈধতা দিতে হবে। ফিলিস্তিনিরা ইসরাইলদের কাছে যেভাবে নির্যাতিত নিজের ভূমি ছেড়ে পালিয়ে তারা জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করছে এদের সঠিক বিচার করা হোক। আমেরিকা যে দালালী করছে এটা বন্ধ করতে হবে। তা না হলে পরবর্তিতে কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে।