ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।। ৪নভেম্বর,২৩ ইং।। ভেড়ামারা উপজেলা প্রসাশনের উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে “ফেসবুকে নবীজীকে নিয়ে কুটুক্তি” করায় ভেড়ামারার আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই লক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সাথে সামাজিক সম্প্রীতি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।