ভেড়ামারায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সালামকে নিয়ে কটুক্তিকারী সেলিম খান গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।৪ নভেম্বর, ২৩ ইং।।
কুষ্টিয়ার ভেড়ামারায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সালাম কে নিয়ে কটুক্তিকারী সেলিম খান কে শুক্রবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৭। তাং-০৪-১১-২০২৩ ইং।
ভেড়ামারা থানা, এলাকাবাসী ও ফেসবুক সুত্রে জানা গেছে, ভেড়ামারার কোদালিয়া পাড়ায় এলাকার বিল্লাল হোসেনের ছেলে সেলিম খান তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সালামকে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়। এলাকাবাসীর নজরে আসলে ভেড়ামারা থানা পুলিশকে অবগত করেন। সেলিমের পিতা বিল্লাল হোসেন (৫৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে অভিযানিক টিম মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সালাম কে নিয়ে কটুক্তিকারী কুলাঙ্গার সেলিম খান কে গ্রেফতার করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জহির বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সালাম কে নিয়ে কটুক্তিকারী সেলিম খান কে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১টি মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।