কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।৫নভেম্বর, ২০২৩ ॥পুলিশ-জনতা ঐক্য করি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা থেকে বেলুন পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।
র্যালী শেষে পুলিশ লাইনের কনফারেন্স রুমে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা পুলিশ-জনতা ঐক্য গড়ে তোলার উপর গুরুত্ব তুলে ধরেন।