ভেড়ামারায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।১২ নভেম্বর,২৩ ইং।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর শনিবার সকালে ভেড়ামারা উপজেলা যুবলীগের উদ্দ্যোগে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মনির প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। এরপর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রহমত উল্লাহ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সহসভাপতি আনোয়ার হোসেন গামা, সহ সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন,ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মারুফ বিল্লাহ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।