প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা
হিসনা বাণী প্রতিবেদক।।১৪ নভেম্বর,২৩ ইং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আঃকঃম সরওয়ার জাহান বাদশাহ,কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার),কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আওয়ামী সহ সভাপতি হাজি রবিউল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।