জনগণের ভোট ও জনগণের অধিকারের জন্য আমরাই সংগ্রাম করেছিঃ ওবায়দুল কাদের
ঢাকা অফিস।। ১৬ নভেম্বর,২৩ ইং।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা উপলক্ষে ১৬ নভেম্বর সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যতীত ও জনগণের রায় ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি। জনগণের ভোট ও জনগণের অধিকারের জন্য আমরাই সংগ্রাম করেছি।
আওয়ামী লীগ নির্বাচন তথা জনগণের রায় ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি। কাজ ও আচরণে আমরা সব সময় গণতন্ত্রের অনুসরণ করেছি।তিনি আরও বলেন
আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্র ক্ষমতা বদলের চিন্তা করে না। নির্বাচনে আমরা সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।
১৬ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, লড়াই করেছি, সংগ্রাম করেছি। জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।