তফসিলকে স্বাগত জানিয়ে ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ভেড়ামারায় আওয়ামীলীগ ও জাসদের যৌথ মিছিল
হিসনা বাণী প্রতিবেদক।।১৭ নভেম্বর,২৩ ইং।।
নির্বাচন কমিশন কর্তৃক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে এবং নির্বাচন বানচালকারী ও আগুন সন্ত্রাসী, অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে আজ শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও ইউনিয়ন শাখা জাসদ এবং আওয়ামী লীগ ও জাসদের অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোকারিমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সভাপতি এ্যাড তানজিলুর রহমান এনাম, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বেনু, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ডের মেম্বার ওহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক রানা জামান, ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ওহিদুল ইসলাম, মোকারিমপুর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সাত্তার, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল ইসলাম। মোকারিমপুর ইউনিয়ন জাসদের, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দফতর সম্পাদক রকিব সরকার, প্রচার সম্পাদক কবির হোসেন তুষার, ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রনজু, সহ আওয়ামী যুবলীগ, জাতীয় যুবজোট, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ( জাসদ) এর নেতাকর্মী।