ভেড়ামারা সমিতির পক্ষ থেকে নড়াইলের এস.পি-কে ফুলেল শুভেচ্ছা
ঢাকা অফিস।। ১৭ নভেম্বর,২৩ ইং।। ভেড়ামারার কৃতি সন্তান, মেধাবী পুলিশ অফিসার মেহেদী হাসান সুমন নড়াইলের এস.পি নিযুক্ত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ভেড়ামারা সমিতি।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ভেড়ামারা সমিতির পক্ষ থেকে এস.পি সুমন-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাঃ জহিরুল হোসেন নোভেল, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল সহ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ঢাকাস্থ ভেড়ামারার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ভেড়ামারা সমিতির সুযোগ্য মহাসচিব মেহেদী হাসান সুমন-কে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যত কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।