নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩৬২ জন
ঢাকা অফিস।। ২২ নভেম্বর,২৩ ইং।। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৪ দিনে ৩০০ আসনে নৌকা প্রতীকে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হাজার ৩৬২ জন। এরমধ্যে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২১ জন। এতে আয় হয়েছে ১৬ কোটি ২১ লাখ টাকা।
গত ১৮ নভেম্বর শুরু হয় দলের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের এ কার্যক্রম। প্রথম দিনে সরাসরি ও অনলাইনে মিলে ১০৬৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে। দ্বিতীয় দিনে ১২১২টি এবং তৃতীয় দিনে ৭০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বিভাগ এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের বিভাগের জন্য তৃতীয় তলায় বুথ করা হয়।
২১ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এদিকে,আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। এ দিন সভা শুরু হয়ে টানা কয়েক দিন চলবে। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভাটি ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।