আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের মতবিনিময় সভা
হিসনা বাণী প্রতিবেদক।।২২ নভেম্বর,২৩ ইং।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার সন্ধ্যার পর ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাঁদগ্রাম ইউনিয়ন জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত আজকের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাসদের সহসভাপতি ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: হক। সভায় চাঁদগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি মহোদয়ের নির্বাচন প্রক্রিয়ায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভাবে সম্পৃক্ততা করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।