কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
হিসনা বানী প্রতিবেদক।। ৩ ডিসেম্বর, ২৩ ইং।। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ১ দৌলতপুর সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন দাখিল করা হয়। কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, জাতীয় পার্টির (এরশাদ) শাহরিয়ার জামিল জুয়েল, জাসদের শরিফুল কবির স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মজিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফজুলল হক, জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান উৎপল, মুক্তজোটের সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম মামুন, স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল ও স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন সহ ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।