মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আব্দুল মজিদ জোয়ার্দ্দার।। ৯ ডিসেম্বর, ২৩ ইং।। কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈগল চত্বরে মানববন্ধন করেন। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, মিরপুর থানার এসআই আবুল কালাম। এ সময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মঞ্জিলা আরেফিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নার্গিস আখতার, আব্দুল মজিদ, রক্তদানের অপেক্ষায় মিরপুরের সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।