ভেড়ামারায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক মনিটরিং কমিটির সভা
হিসনা বাণী প্রতিবেদক।।১১ ডিসেম্বর, ২৩ ইং।। কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সোমবার সকাল ১১.৩০ঘটিকার সময় “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা-৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রমকে সুষ্ঠু ও সার্বিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, নর্ব-নির্মিত কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ও ভেড়ামারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ সরকার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণট্রাস্ট, ধর্মবিষয়ক মন্ত্রণালয় জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক হ্যাপি সাহা, ফিল্ড সুপারভাইজার খাইরুল ইসলাম। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু।
উক্ত সভায় সভাপতি আকাশ কুমার কুন্ডু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশে^র কাছে একটি উদার, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক ও সম্প্রীতির দেশ হিসাবে প্রতিষ্ঠায় এবং তা বাস্তবরূপে তরান্নিত করতে তিনিই প্রথম ১৯৯৬-২০০১ শাসনামলে এ প্রকল্প গ্রহণ করেছিলেন। বর্তমানে প্রকল্পটি ৬ষ্ঠ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে। আশাকরি ভেড়ামারা উপজেলা মনিটরিং কমিটি স্থানীয় ভাবে অর্পিত দায়িত্ব বা বিভিন্ন কর্মকান্ড সুন্দর ভাবে পালনের মাধ্যমে চলমান রাখা সম্ভব হবে।