ভেড়ামারায় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।।
হিসনা বাণী প্রতিবেদক।। ৩১ মে।। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে যথাযথ মার্যাদায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে
ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ ৩০শে মে বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্তরে ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কর্মময় জীবনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভেড়ামারা পৌর সভার সাবেক সফল মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদুর রহমান রঞ্জু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি গোলাম রাব্বানী জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিনারুল ইসলাম মিনু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন পাতল, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বিএনপির নেতা সানাউল্লাহ, সাদেক হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের আহব্বায়ক শামীম রেজা শামীম, সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মজিবর রহমান বাবু মন্ডল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেন, শফিকুল ইসলাম শফিক মালিথা, জীবন রহমান দুদু, যুবদল নেতা এনামুল হক সর্দার, শরিয়উল্লা, টোটন বিশ্বাস, নান্টু মন্ডল, শাহিন মাস্টার, জেলা ছাত্রদলের সদস্য আল আমিন প্রমূখ।
উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক হাফেজ ইয়ানুর রহমান এর বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কমনা করেন।