সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে ভেড়ামারায় পুরস্কার বিতরণ করেন এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ভেড়ামারায় চায়ের দোকানদারকে হত্যায় জাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে বিএনপি নেতা জহুরুল করিমের সংবাদ সম্মেলন জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন ভেড়ামারায় জাতীয় পাটি (কাজী জাফর)  যুবসংহতির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত ভেড়ামারায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ভেড়ামারা উপজেলার নবাগত ইউএনও রফিকুল ইসলামের যোগদান কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই মামলার আসামী আবু হেনা মোস্তফা কামাল গ্রেফতার

মামলা করায় হুমকি, পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না বাদী পক্ষের পরিবারের অভিযোগ 

Reporter Name / ১৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন

মামলা করায় হুমকি, পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না বাদী পক্ষের পরিবারের অভিযোগ

হিসনা বাণী প্রতিবেদক।।১ জুন, ২৪ ইং৷ কুষ্টিয়ার ভেড়ামারার এক কাপড়ের ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়াসহ হত্যাচেষ্টার ঘটনায় থানায় দায়ের করায় মামলার বাদী পক্ষসহ সাক্ষীদের হুমকি দিচ্ছে আসামিপক্ষ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ করেন বাদীপক্ষের পরিবার।

জানাগেছে, গত ২৩ মে রাতে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বাজারে কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলামকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আহতের ছেলে টিপু সুলতান থানায় অভিযোগ দায়ের করেন। গত ২৬ মে মামলা হলে আসামিরা আবারও হুমকি ধামকি দিতে শুরু করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বাদীপক্ষ।

আহত রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না দিলে আমার দোকানের সামনে মুল আসামি সাজেদুর রহমান সান্টু (৪০), পিতা- মৃত রবজেল প্রামানিক, ২। মোঃ ইমরান হোসেন (৩২), ৩। মোঃ আকাশ হোসেন (২৫), উভয় পিতা- মোঃ ইদ্রিস প্রামানিক, সর্ব সাং- সাতবাড়িয়া (নওদাপাড়া), ৪। মোঃ রাসেল মন্ডল (৩২), পিতা-মোঃ সামাজুল মন্ডল, সাং-সাতবাড়িয়া (মন্ডলপাড়া), ৫। মোঃ বিপ্লব হোসেন (৩৫), পিতা- মোঃ রফিক, সাং- সাতবাড়িয়া (ভাঙ্গাপুল), ৬। মোঃ আরিফ হোসেন (৩২), পিতা- মৃত অবিশ্বাস, সাং-সাতবাড়িয়া (বাঙ্গালপাড়া), থানা-ভেড়ামারা আমাকে বেদম পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে হত্যা চেষ্টা চালায়। আমার ছেলে আমাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করা হয়। বাড়িতে এসে দ্বিতীয় দফায় আবার মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পরে মামলা রেকর্ড হয়। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও পুলিশ তাদেরকে ধরছে না। এদিকে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় আমাকে আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। সাক্ষীদেরকে লাঠিসোটা নিয়ে তেড়ে বেড়াচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অপরদিকে ফেসবুক তারা আমাদের মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী হিসাবে প্রচার করছে।
পুলিশের কাছে অনুরোধ আসামিদের দ্রুত গ্রেফতার করেন। না হলে আবার হামলা চালিয়ে হত্যা করতে পারে।

আহতের ছেলে ও মামলার বাদী টিপু সুলতান বলে আসামি দোকানে এসে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। বেশি বাড়াবাড়ি করলে চরম ক্ষতি হয়ে যাবে বলে তারা হুমকি ধামকি দিচ্ছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আসামিদে গ্রেফতার করেন। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের রহস্যজনক কারণে গ্রেফতার করা হচ্ছে না। এ ঘটনায় ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, এই ইউনিয়নের সাধারণ মানুষ জিম্মির মত অবস্থায় আছে বর্তমানে মানুষের কোন বাক স্বাধীনতা নাই আমরা ন্যায় বিচার ও সুষ্ঠু বিচার আমরাও চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর