প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানালেন ফারুক মেম্বর
হিসনা বাণী প্রতিবেদক।।৩ জুন,২৪ইং।। ভেড়ামারায় প্রতিবন্ধী টাকা গেল মেম্বারের নগদ একাউন্টে শিরোনামে
সোস্যাল মিডিয়া ফেসবুক ও কিছু পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য ও অত্র ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মেম্বর।
গত ২জুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মসলেমপুর এলাকার একজন প্রতিবন্ধীর ভাতার টাকা যাওয়া শুরু করেছে মেম্বারের নগদ নম্বরে। প্রতিবন্ধীর বা তার স্ত্রীর মোবাইল নম্বরের স্থলে কৌশলে নিজের নম্বর ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে এমন সংবাদ সোস্যাল মিডিয়া ফেসবুক ও পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় গত ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করেন সংশ্লিষ্ট ব্যক্তি। কয়েকদিন আগে উক্ত নম্বরে টাকা গেছে কিন্তু এসবের কিছুই জানেন না ভুক্তভোগী প্রতিবন্ধী ও তার পরিবার। সংশ্লিষ্ট ইউপি মেম্বার এর নগদ নম্বরে প্রতিবন্ধী ভাতা অর্থ জমা পড়লেও তিনি এ বিষয়ে প্রতিবন্ধীর পরিবারকে কোন কিছু অবগত করেননি, অভিযোগ ভুক্তভোগী আলেয়া খাতুন ও তার স্বামী প্রতিবন্ধী রাহাতুলের। এমন সংবাদ প্রকাশ হয়। যা সম্পুন্ন মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে ইউপি মেম্বার মো: ফারুক হোসেন বলেন, আমি রাহাতুলকে সরকারি সাহায্য পাইয়ে দিতে নিজেই উদ্যোগ নিয়ে ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিই। কিন্তু অনলাইন আবেদনের শেষ দিন রাহাতুল চিকিৎসা নিতে বাইরে চলে যায় বাড়িতে তালা মারা থাকে। কেউই ছিলো না। সমাজসেবা অফিসের অনলাইন আবেদনে শেষ দিন তাই মোবাইল নং দিতে হবে বিকল্প না পেয়ে আমার নগদ মোবাইল নম্বর দিই। পরে সংশোধনের জন্য কাগজ আনতে গেলে ভুক্তভোগী জানাই মহিলা মেম্বরকে কাগজ দিয়েছে। তারপর তার তারিখ নিয়েও সমস্যা ছিল। এ পর্যায়ে আমার আর এ বিষয়ে মনে ছিলো না। এরমধ্যে কখন আমার নগদ একাউন্টে টাকা এসেছে তা আমি নিজেও জানি না। এরই মধ্যে একটি চক্র আমাকে হেয় প্রতিপন্ন করতে ও মানুষের কাছে আমাকে খারাপ বানাতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। তা ফেসবুকে ও পত্রিকায় প্রকাশ হয়। এতে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার কাছে এর ব্যাখ্যা নিতে আসেনি কেউ। এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিষয়টি পরে সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দপ্তরে বসে সমাধান হয়। এখানে আমি নির্দোষ প্রমান হয়। আামার সামান্য ভুলের জন্য এটি হয়েছে মাত্র। ইউএনওর অফিসে ভুক্তভোগী একটি লিখিত আবেদন দিয়ে সাক্ষরিত মুচলেকা দেয় আমি নির্দোষ। মনগড়া ও তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করা অনুচিত। আরও দায়িত্ববান হবে এমনটা আশা করি।
ফারুক হোসেন
সদস্য
৮ নং ওয়ার্ড
বাহিরচর ইউনিয়ন পরিষদ
ভেড়ামারা, কুষ্টিয়া।