চেতনায় কুষ্টিয়া’ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক ‘চেতনায় কুষ্টিয়া’ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় ভেড়ামারা মধ্যবাজার পত্রিকা কার্যালয়ের সামনে আলোচনা সভার ও কেক কেটে পত্রিকার ১৩তম জন্মদিন উদযাপন করা হয়।
পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক ও প্রকাশক এবং ভেড়ামারা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন,
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়। চেতনায় কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জান্নাত আরা জলি বিশ্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন, চেতনায় কুষ্টিয়া পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল আলিম। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়াও অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্য মান্ডিত করেন।