জমি জালিয়াতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে — ডিসি এহেতেশাম রেজা
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়া সদর আয়োজিত ৮ জুন কুষ্টিয়ায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা৷ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল সহ বিভিন্ন কর্মকর্তা, সেবা গ্রহীতারা ও গণমাধ্যম কর্মীরা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন, অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই জমির খাজনা পরিশোধ,মিউটিশন সহ সকল কার্যক্রম পরিচালনা করতে পারছে। এর কারণে জমি জালিয়াতি বন্ধের পথে। জমি জালিয়াতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে।