সকলের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়ার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে
হিসনা বাণী প্রতিবেদক।। ৯ জুন রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা
আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিজিবির পক্ষ থেকে যৌথভাবে কাজ করার ঘোষণা দেয়া হয়েছে।জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, বিজিবি ৪৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ, সিভিল সার্জন আকুল উদ্দিন, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল
ইসলাম বিপ-বসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে মেলায় জুয়া, নকল কসমেটিকস, বাউলের ওপর হামলা, খুনোখুনি, আসামি গ্রেফতার না হওয়ার প্রসঙ্গ টানেন। তবে বেশি আলোচনা হয়েছে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের বলেন অল্প বয়সী মোটরসাইকেল চালকদের আটকাতে পুলিশকে বলা হয়েছে। ঈদে উচ্চস্বরে মাইক বাজিয়ে কিশোর যুবকদের আনন্দ করতে দেয়া হচ্ছে না। তাদের বিশেষ স্পটগুলো পুলিশের
হয়। মাদক পাচার বন্ধে সকলের সহযোগিতা চান বিজিবি ৪৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ। চোরাচালান বন্ধেও সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা, সড়কে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়ার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
নজরদারিতে রাখা হয়েছে। মাদকের স্পট ও সীমান্ত থেকে পাচার হয়ে আসা নিয়ে আলোচনা হয়।