ভেড়ামারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুকুলের দায়িত্বভার গ্রহন
হিসনা বাণী প্রতিবেদক।।ভেড়ামারা উপজেলা পরিষদের দায়িত্বভার বুঝে নিয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল । শপথ অনুষ্ঠানে শেষ করে আজ বুধবার বিকেলে তিনি ভেড়ামারা উপজেলা পরিষদে এসে পৌঁছান। পরে উপজেলা নিবার্হী অফিসার আকাশ কুমার কুন্ডু’র কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল কে বরণ করে নেন আকাশ কুমার কুন্ডু।এসময় ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খসরুজ্জামান ফারুক, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলী মূর্ধা, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ ও বিশিষ্ট ঠিকাদার তানভীর আহমেদ তাপস উপস্থিত ছিলেন। এর আগে আজ বেলা ১১ টার সময় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল শপথ গ্রহন করেন।