ভেড়ামারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ
হিসনা বাণী প্রতিবেদক।। আজ বৃহস্পতিবার সকালে ভেড়ামারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল এর প্রথম কার্যদিবস উপলক্ষে প্রথমেই দোয়া প্রার্থনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে দোয়া অনুষ্ঠান শেষে আওয়ামীলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা, সম্মান ভালোবাসা আর ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। তিনি যেন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এসময় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকলেছুর রহমান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভেড়ামারা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু,ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু দাউদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।